আন্তর্জাতিক

২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের নিহন হিদানকিও

Japan's Nihon Hidankyo received the 2024 Nobel Peace Prize

Truth Of Bengal: ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে জাপানের নিহন হিদানকিওকে। এই প্রতিষ্ঠানটি হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করে। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথিবীকে পরমাণু বোমা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে অসামান্য অবদান রয়েছে নিহন হিদানকিওর।

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই জাপানি গোষ্ঠী পরমাণু বোমার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারমূলক কর্মসূচি পরিচালনা করে। তাদের লক্ষ্য, হিরোশিমা ও নাগাসাকির মতো ভয়াবহ ঘটনাগুলি যাতে আর কখনও না ঘটে, সে ব্যাপারে সচেতনতা তৈরি করা।

নোবেল কমিটির প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্তেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াচ্ছেন। তাঁরা আমাদের অবর্ণনীয়কে বর্ণনা করতে শিখিয়েছেন।”

১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমা ও ৯ অগাস্ট নাগাসাকিতে পরমাণু বোমা হামলা হয়, যার ফলে দুই শহরের অবস্থা রাতারাতি পালটে যায়। ওই ঘটনার পর থেকে ৮০ বছর ধরে যুদ্ধ হলেও আর কোনো দেশ পরমাণু অস্ত্র ব্যবহারের সাহস দেখায়নি।

এই বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১৯৭টি ব্যক্তিগত এবং ৮৯টি প্রতিষ্ঠানের সম্মাননার জন্য ছিল। সবার মধ্য থেকে পরমাণু অস্ত্রের বিরুদ্ধে কাজ করা নিহন হিদানকিওকে নির্বাচিত করা হয়েছে।

নিহন হিদানকিওর এই স্বীকৃতি পরমাণু অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং মানবতার কল্যাণে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করবে।

Related Articles