আন্তর্জাতিক

Japan: জাপানের রাবার কারখানায় আতঙ্ক! অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরি হামলায় রক্তাক্ত অন্তত ১৪

এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Truth of Bengal: শুক্রবার (২৬ ডিসেম্বর) জাপানের শিজুওকা প্রিফেকচারের মিশিমা শহরে একটি রাবার কারখানায় ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলাকারী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কারখানার ভেতরে সাধারণ মানুষের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ভিড়ের মধ্যে এক ধরনের তরল পদার্থও স্প্রে করে বলে অভিযোগ উঠেছে।

জাপানি সংবাদ সংস্থা কিয়োডো নিউজ জানিয়েছে, টোকিওর পশ্চিমে অবস্থিত ওই রাবার কারখানায় হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। ঘটনার পর পুলিশ হামলাকারীকে আটক করেছে। আহতদের মধ্যে অন্তত আটজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হামলার কারণ বা আততায়ীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। কারখানার মতো একটি সুরক্ষিত জায়গায় দিনের বেলা এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Related Articles