আন্তর্জাতিক

ছাত্রী নিগ্রহের ঘটনা এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে!

The Truth Of Bengal Desk: প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই যৌন নিপিড়ন করার অভিযোগেই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সভায় যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক আবু শাহেদ ইমনকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তার জবাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও বুধবারের এই সভা শেষের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিন্ডিকেট সভার সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান- ” ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করে কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে শিক্ষক মাণিক মুনসীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিমের সভাপতিত্বে সভার অন্য সদস্যদের মতামতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, এই বিষয় নিয়ে নেটমাধ্যমে জোর চর্চাও শুরু হয়েছে। নেটিজেনদের রোষের মুখেই পড়েছেন ওই অভিযুক্ত শিক্ষক।

Related Articles