আন্তর্জাতিক

‘ভূমিকম্প বোমা’-র আঘাতে বিধ্বস্ত সিরিয়া! নেপথ্যে বেঞ্জামিন-বাহিনী

Israel's Heaviest Bomb Strike earthquake In Syria

Truth Of Bengal: আসাদ-সাম্রাজ্যের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। তবে, সোমবার যুদ্ধ বিমানের সাহায্যে সিরিয়ায় উপকূলবর্তী এলাকায় যে হামলা ইজরায়েল চালায় তা সবথেকে ভয়ঙ্কর। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর রিপোর্ট অনুযায়ী ২০১২-র পর এমন ভয়াবহ আক্রমণ সিরিয়ায় এই প্রথম। দাবি করা হচ্ছে, এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে মাটি। ভূমিকম্প অনুভূত হয় গোটা এলাকায়।

জানা যায়, সোমবার এই হামলা চালানো হয়েছে টার্টাস এলাকায়। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের যুদ্ধবিমান ‘সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস-টু-সার্ফেস মিসাইল ডিপো-সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, সিরিয়ার টার্টাসে বোমা হামলা হয়।  বিস্ফোরণের অভিঘাত এতটাই যে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৩.১। প্রথম ব্লাস্টের শেষে পরপর বিস্ফোরণ চলতে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

উল্লেখ্য, সিরিয়ার যেই অঞ্চলে এবার হামলা চালানো হয়েছে, সেই টার্টাস এলাকায় রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটি। পাশাপাশি এই অঞ্চলে যুদ্ধ সামগ্রী জমায়েত করা হত। সেখানে বেঞ্জামিন-বাহিনীর হামলা কার্যত শোরগোল ফেলে গিয়েছে।

Related Articles