বৈঠক ইসরায়েলের মন্ত্রিসভায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা
Israeli Cabinet Discusses

The Truth of Bengal: রুদ্রদাবার বৈঠক হল ইসরায়েলের মন্ত্রিসভায়। গাজায় চলমান চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই ছিল বৈঠকের মূল আলোচনার বিষয়। রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে ইসরায়েলের মন্ত্রিসভা। জানাগিয়েছে, যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ চুক্তির শর্তপূরণ সাপেক্ষে এর মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল সরকার। সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত রয়েছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে পণবন্দিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। এই শর্তের কথাই বলেছে ইসরায়েলের মন্ত্রিসভা। অন্যদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মেয়াদ বাড়ানো না হওয়া সাপেক্ষে চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী।
আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন। গত শুক্রবার গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতারের মধ্যস্ততায় সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস।গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে এক হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়। এর পর সর্বাত্মক হামলায় গাজায় ১৪ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। যুদ্ধের ৪৯তম দিনে এসে যুদ্ধবিরতি শুরু হয়েছে হামাস-ইসরাইল। চার দিন এই যুদ্ধবিরতি চলবে। এদিকে যুদ্ধ পরিচালনায় এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে ইসরাইল।
আগামী দিনে এ খরচ আরও বাড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি আর্থিক পরামর্শক সংস্থা। অনুমানিক হিসেবে চলতি বছর ও আগামী বছরে ইসরাইলের আনুমানিক যুদ্ধব্যয় হচ্ছে চার হাজার ৮০০ কোটি ডলার। হিসাব-নিকাশ করে বলা হচ্ছে, ইসরাইলের এ যুদ্ধ হতে পারে অর্ধশতকের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। যার কারণে ঋণে জড়াতেও পারে তেলআবিব।ইসরাইলের সংস্থা লিডার ক্যাপিটাল মার্কেটের তথ্যানুসারে, এই ব্যয়ের দুই-তৃতীয়াংশ বহন করবে তেলআবিব। যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল থেকে আসবে বাকি অংশ।