প্যালেস্টাইনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৮
Israeli attack on Palestinian refugee camp, 18 killed

Truth Of Bengal: উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আবারও হামলা। গাজা, লেবাননের পর এবার প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাংকে হামলা চালালো ইসরায়েলি সেনা। এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। এ ঘটনাটি ঘটেছে জেরুসালেমের কাছে তুলকালাম শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছে। ওয়েস্ট ব্যাঙ্ক স্বশাসিত কর্তৃপক্ষ জানায়, গজায় হওয়া ভয়াবহ যুদ্ধের কারণে কয়েক হাজার প্যালেস্টাইনি মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা শিন বেটের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ওয়েস্ট ব্যাংকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দাবি করেছে তাদের কাছে প্যালেস্টাইনের জঙ্গিদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য ছিল।
২০০৭ সালে ফাতার বাহিনীকে সরিয়ে গাজা মাথায় বসে হামাস। আর সেই সময়কালে দুই প্যালেস্টাইনি গোষ্ঠীর মধ্যে লড়াইও বেধেছিল।