আন্তর্জাতিক

প্যালেস্টাইনের একটি হাসপাতালে ছদ্মবেশে ঢুকে হামলা ইজরায়েলের, নিহত ৩

Israeli attack in disguise on a hospital in Palestine, 3 killed

Bangla Jago Desk : গাজায় লাগাতার হামলা চালানোর পরও থামছেনা ইজরায়েলি সেনা। এবার ছদ্মবেশে গাজার হাসপাতালে ঢুকে হামলা চালাল ইজরায়েলি ফৌজ। এই হামলায় মৃত্যু হয়েছে হামাসের ৩ জন সদস্যের। প্যালেস্টাইনের পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে পরিচয় গোপন করে ঢুকে সেখানে হামলা চালায় ইজরায়েলি ফৌজ।

ইতিমধ্যেই এই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খুন হওয়া ৩ জনের মধ্যে একজন আগেই হামাসের সঙ্গে মিলে ইজরায়েলি অভিযানে আহত হয়েছিল। তারপর থেকেই এই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মোট ১২ জন ঢুকেছিল ইবনে হাসপাতালে। তাদের মধ্যে কিছু জন ছিল রুগীর পরিবারের বেশে আবার কিছু জন ছিল চিকিতসকের বেশে। হাসপাতাল চত্বরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরই অস্ত্র বের করে ইজরায়েল ফৌজ।

এই বিষয়ে হামাস জানিয়েছে ইজরায়েলের এইরূপ আচরণ কোন মতেই সহ্য করবেনা তারা। আগামী দিনে এর পাল্টা জবাব ইজরায়েলের কাছে ভয়ানক হতে চলেছে। প্যালেস্টাইনের বিদেশ মন্ত্রক জানিয়েছেন হাপাতালে ঢুকে এইভাবে হত্যা চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নেতানিয়াহু সরকারকে কাপুরুষ বলেও অভিহিত করেছে হামাস।

 

FREE ACCESS

 

Related Articles