
The Truth of Bengal: গাজার উত্তরাংশে শেজাইয়া এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরাইলের স্থলবাহিনীর গুলিতে এই তিনজন নিহত হয়। তারা তিনজনই ছিলেন ইসরইলি জিম্মি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরাইলেরর প্রতিরক্ষা বাহিনী।
নিহত তিন জিম্মি হলেন- ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালোন শামরিজ (২৬)। কী কারণে এই ভুল ঘটল, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়ছে। ‘নিহতদের পরিবারের প্রতি আইডিএফের পক্ষ থেকে গভীর শোক জানানো হচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এই তিনজন নিহত হন। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর অনেককেই আপহরণ করেন হামাসের সদস্যরা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশকিছু অপহৃতদের মুক্তি দেওয়া হয়। এখনো অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের কাছে শতাধিক অপহৃত। বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘ভুল করে’ আপহৃতেদর হত্যার ওই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ উল্লেখ করে ওই তিনজনের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছে। বলেছে, কেমন করে এ ভুল হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা তাদের জাতীয় লক্ষ্য। তিন অপহৃতর মৃত্যুকে ‘অবর্ণনীয় দুঃখজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।