আন্তর্জাতিক

টালমাটাল সিরিয়ায় একের পর এক হামলা ইজরায়েলের

israel launches attack on syria

Truth Of Bengal: রণক্ষেত্র সিরিয়া। দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন রাষ্ট্রপতি আল আসাদ। রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। এক কথায়, সঙ্কটে সিরিয়ার ভবিষ্যৎ।

এই আবহে মঙ্গলবার দামাস্কাসে শোনা গেল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার কিছু সংবাদমাধ্যমের দাবি, দামাস্কাস সহ বেশকিছু জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েলি যুদ্ধবিমান। তবে, কি সিরিয়ায় গোলান মালভূমি নিজেদের দখলে নিতে চাইছে ইজরায়েল? এই প্রশ্ন উঠছে। যদিও দামাস্কাসে হামলার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি নেতানিয়াহুর প্রশাসন।

বাশারের পতনের পর সিরিয়ার উপর হামলা শুরু করায় আন্তর্জাতিক মঞ্চেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইজরায়েলের সরকার। সিরিয়ায় আকাশপথে হামলাকে ‘সীমিত এবং সাময়িক’ বলে ব্যাখ্যা করেছে ইজ়রায়েল। নিজেদের নাগরিকদের রক্ষা করতেই এই পদক্ষেপ বলে দাবি তাদের। গৃহযুদ্ধে ধ্বস্ত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলির অভ্যন্তরীণ সংঘাতে তাদের কোনও যোগ নেই বলে দাবি নেতানিয়াহুর প্রশাসনের।

গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালিয়েছে ইজরায়েল। সামরিক ভাবে গুরুত্বপূর্ণ বেশির ভাগ অঞ্চলকে নিশ্চিহ্ন করে দিয়েছে ইজরায়েল।

Related Articles