গাজাকে ধ্বংসের মোক্ষম অস্ত্র ‘ক্ষুধা’ , ইজরায়েলের বিরুদ্ধে বলছে HRW
Israel continues to attack Gaza.

The Truth Of Bengal: গা়জায় লাগাতার হামালা চালাচ্ছে ই়জরায়েল। এদিকে তীব্র খাদ্য সংকটে ভুগলেও গাজায় খাবার, পানি ও জ্বালানি সরবরাহে বাধা দিচ্ছে ইজরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গাজার বেসামরিক মানুষকে ইচ্ছা করেই ক্ষুধার মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েল। অর্থ্যাৎ গাজাকে ধ্বংস করার জন্য ক্ষুধাকে আরও একটি মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। রাষ্ট্রসংঘে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছে একাধিক দেশ। তবুও ইজরেয়েল তার অবস্থানে অনড়। এমনকি গাজায় মানবিক সহায়তা প্রদান করতেও বাধা দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, গাজার বেসামরিক মানুষকে ইচ্ছা করেই ক্ষুধার মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েল। একে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে দেশটি। নিউইয়র্কভিত্তিক সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দখল করা গাজায় বেসামরিক মানুষকে ক্ষুধার মুখে ফেলাকে যুদ্ধে একটি কৌশল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এইচআরডব্লিউর এই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে ইসরায়েল সরকার। সংস্থাটিকে ‘ইহুদিবিদ্বেষী ও ইসরায়েলবিরোধী’ আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর হামাসের হামলা ও ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের নিন্দা জানায়নি হিউম্যান রাইটস ওয়াচ।
ইসরায়েলিদের মানবাধিকার ও দুর্দশার দিকে নজর না দিয়ে শুধু গাজা পরিস্থিতি নিয়ে কথা বলার কোনো নৈতিক ভিত্তি নেই।তবে ইজরায়েল যে ভাবে গাজায় হামলা চালাচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারপরও যুদ্ধ থামানোর কোন লক্ষণ দেখাচ্ছেন না দেশটি। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, গাজাবাসী যে সহায়তা পাচ্ছেন, তা ‘মহাসাগরে এক ফোঁটা পানির মতো’। এর পরই গত শুক্রবার ইসরায়েলের কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় জরুরি সহায়তা সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে গাজায় ইচ্ছা করে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইজরায়েল। এমনকি কৃষিজমিগুলো তছনছ করে দিচ্ছে। বেঁচে থাকার জন্য যেগুলো জরুরি, তা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। সবমিলিয়ে গাজার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।
Free Access