ফের গাজার হাসপাতালে হামলা ইজরায়েলের, প্রাণ গেল প্রায় ৫০ জনের
Israel attacked Gaza hospital again, about 50 people died

Truth Of Bengal : একটা বছর শেষ করে নতুন বছরে পা রাখতে চলেছে গোটা বিশ্ব, তবুও থামেনি যুদ্ধের পরিবেশ। একের পর এক বোমা হামলা ড্রোন হামলা চালিয়ে গাজাকে রীতিমত মৃত্যুপুরীতে পরিণত করেছে ইজরায়েল। শুক্রবার গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলার জেরে গাজার রাস্তাঘাট পরিণত হয়েছে রক্তের নদীতে। পরিসংখ্যান বলছে এই হামলার জেরে মৃত্যু হয়েছে ৫০ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৩ জন চিকিৎসক। এই বিমান হামলার জেরে স্বাভাবিক ভাবেই হাসপাতাল চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর হামলার জেরে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। এই হামলার কারণে প্রাণ হারিয়েছে প্রায় ৫০ জন। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যে ৩ জন ডাক্তার নিহত হয়েছেন তাদের মধ্যে একজন হলেন শিশু রোগ বিশেষজ্ঞ, যার নাম আহমেদ সামুর। দ্বিতীয়জন হলেন ফারেস যিনি হাসপাতালটির রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ এইসমস্ত কাজে নিযুক্ত ছিলেন এবং অপর একজন হলেন ইসরা নামক এক ব্যক্তি যিনি হাপাতালের ল্যাব টেকনিশিয়ান কাজের সঙ্গে যুক্ত। ইজরায়েলের এই হামলায় ফের একবার বড়সড় ক্ষতির সম্মুখীন হল গাজাবাসি।
প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর প্রথম ইজরায়েল ও হামাসের মধ্যে হামলা শুরু হয়। আর তার পর থেকে একে অপরকে কুপোকাত করার জন্য লাগাতার হামলা চালিয়ে গেছে দুই পক্ষই। ইজরায়েলের দাবি কুখ্যাত হামাস গোষ্ঠীর ঘাঁটিকে যতদিন না ভেঙে গুঁড়িয়ে দিতে পারছে ততদিন তারা এই যুদ্ধ থামেবেনা। এইদিকে দুই দেশের যুদ্ধের জেরে প্রাণ যাচ্ছে বহু নিরীহ মানুষের যাদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যায় বেশি বলে জানা গেছে।