আন্তর্জাতিক

চিন্ময়ের পাশেই ইসকন

ISKCON is next to Chinmayi

Truth of Bengal: বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনও কিছুর দায় নেবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশ শাখা। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে, তাঁকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। তাই তাঁর কোনও কিছুর দায় তাদের নেই। তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশ দাঁড়ানোর ঘোষণা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। ওই পোস্টে তারা বলেছে, ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।

এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাঁকে বহিষ্কার করা হয়েছে, তাই তাদের পক্ষ থেকে চিন্ময় দাসকে নিয়ে কিছু বলার নেই।

Related Articles