ইরান গোপনে তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা ছুড়লে ধ্বংস হয়ে যেতে পারে বহু দেশ?
Is Iran secretly developing nuclear missiles that could destroy many countries if launched?

Truth Of Bengal : গোপনে পারমানবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান? এমনই অভিযোগ করা হচ্ছে দেশটির বিরুদ্ধে। আর ইরানের বিরুদ্ধে এই ধরনের দাবি তুলেছে ইরান সরকারের বিরোধী রাজনৈতিক সংগঠন এনসিআরআইয়ের। ফ্রান্সের সহযোগী এই সংগঠনের দাবি যে ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান সেই ক্ষেপণাস্ত্র যদি ইরান থেকে উৎক্ষেপণ করা যায় তাহলে তা ইউরোপের বহু দেশ ধ্বংস করে দেবে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রিস। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০০ কিলোমিটার।
সূত্রের খবর এই ক্ষেপণাস্ত্র তৈরীর নকশা ইরানের হাতে তুলে দিয়েছিল উত্তর কোরিয়া। এর আগেও বহুবার অভিযোগ করা হয়েছিল তেহরানে পারমাণবিক অস্ত্র মাঝেমধ্যেই পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে এই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল ইরান। তারা জানিয়েছিল শুধুমাত্র বৈজ্ঞানিক পরীক্ষার জন্যই এই সমস্ত পারমানবিক অস্ত্র পরীক্ষা-নিরীক্ষা চলে। আর ইরানের এই মন্তব্যকে সমর্থন করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাও। জানানো হয়েছিল ইরানে কোন পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে না। তবে এর বিপক্ষে বারবার দাবি তুলেছে ইজরায়েল। ইজরায়েলের দাবী ইরানে অবশ্যই পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে।
ইরান সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন এনসিআরআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে মিথ্যে বলার দিক থেকে ইরান সবার থেকে এগিয়ে। এমনকি প্রতারণা এবং ফাঁকি দেওয়ার ক্ষেত্রেও ইরান প্রশাসন পারদর্শী। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আর এই বিষয়ে পশ্চিমের দেশগুলোর ফায়দা নিচ্ছে বলেও অভিযোগ।
রাশিয়া এবং ইরানকে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি। ইউক্রেনও এই দুই দেশের বন্ধুত্বকে মোটেই ভালো চোখে নেয় না। আর এই পরিস্থিতিতে তেহরানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির গুঞ্জন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।