বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম? আদালতের দ্বারস্থ আমেরিকার প্রশাসন
Is Google Chrome being sold? The US administration is in court

Truth Of Bengal: গুগল ক্রোমের জনপ্রিয়তার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে আমেরিকার বিচার দফতর। অভিযোগ, ইন্টারনেট সার্চ মার্কেট এবং তার সঙ্গে জড়িত বিজ্ঞাপন- দুই ক্ষেত্রেই একচেটিয়া ব্যবসা করছে ক্রোম। তাই ক্রোম নিয়ন্ত্রক অ্যালফাবেটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে আমেরিকার বিচার বিভাগ। তবে কি বিক্রি হয়ে যাচ্ছে গুগল ক্রোম? এটাই এখন সকলের প্রশ্ন।
উল্লেখ্য, গত মাসেই গুগলের বিরুদ্ধে আদালতে নথিপত্র জমা দিয়েছে আমেরিকার বিচার বিভাগ। গুগলের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। এদিকে, নিজেদের নির্দিষ্ট কয়েকটি পণ্য ব্যবহার করা থেকে গুগলকে বিরত করার কথা ভাবছে মার্কিন বিচার বিভাগ। সেই নথিপত্র এবার বিচারকের সামনে পেশ করা হতে পারে। পাশাপাশি ক্রোম বিক্রি করার নির্দেশ দেওয়া হোক গুগলকে, সেই আবেদনও জানানো হবে, । উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীনই গুগলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছিল আমেরিকার বিচার বিভাগ।
পরিসংখ্যান অনুযায়ী, গ্লোবাল সার্চ ইঞ্জিনের বাজারে ৯০ শতাংশ শেয়ার রয়েছে ক্রোমের দখলে। মার্কিন বাজারের ৬১ শতাংশই ক্রোম নিয়ন্ত্রণ করে। অক্টোবর মাস পর্যন্ত পাওয়া এই সমীক্ষার ভিত্তিতেই ক্রোমের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের অভিযোগ এনেছে আমেরিকার বিচারবিভাগ। অ্যাপেল সহ অন্যান্য ডিভাইসে গুগলই ডিফল্ট সার্চ ইঞ্জিন। বিচারককে সেই বিষয়টা দেখতেও আবেদন জানানো হবে।
তবে গত আগস্ট মাসেই মার্কিন আদালতের বিচারক অমিত মেহতা জানিয়েছিলেন, অনলাইন সার্চের ক্ষেত্রে ‘মনোপলি’ রয়েছে গুগল ক্রোমের। এই কারণেই গুগল এবং তাদের নিয়ন্ত্রক সংস্থা অ্যালফাবেটের বিরুদ্ধে শাস্তির কথাও ভাবনাচিন্তা করছিল আদালত।