আন্তর্জাতিক

পাকিস্তান-ইরানকে সংযমের বার্তা, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের

Iran pakisthan jatisangha

The Truth of Bengal: হামলা-পাল্টা হামলায় জর্জরিত ইরান-পাকিস্তান। এই প্রেক্ষাপটে দুই দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস পাকিস্তান ও ইরান সরকারকে ‘সর্বোচ্চ সংযম প্রদর্শনের’ আহ্বান জানান। পাশাপাশি গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সম্প্রতি ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক হামলা এবং দুই দেশের প্রাণহানির ঘটনা নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।

প্রসঙ্গত, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে প্রথম হামলা চালায় তেহরান। এই হামলায় অন্তত দুই শিশু নিহত হয়। এদিকে পাকিস্তানও বৃহস্পতিবার পাল্টা প্রত্যাঘাত চালায় ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে। পাকিস্তানের হামলায় ৯ জন নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর সূত্রের খবর,  নিহতের বেশিরভাগ  নারী ও শিশু। তবে ইরানের হামলার পরই ইরানের রাষ্ট্রদূততে বহিস্কার  করে পাকিস্তান। এদিকে পাকিস্তানের এই পদক্ষেপের পরই তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়।

এই পটভূমিতে পাকিস্তান-ইরানের সংঘাতের আবহ যেন যুদ্ধপরিস্থিতির রূপ না নেয় তা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে ‘অত্যন্ত নিবিড়ভাবে’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। কেননা ইরান ও পাকিস্তান দুই দেশই অস্ত্রসস্ত্রে সমৃদ্ধ দেশ তাই পরিস্থিতি যাতে ভয়ঙ্কক রূপ না নেয় তাই আগেই সতর্ক করে সংযম প্রদর্শনের বার্তা দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

Related Articles