আন্তর্জাতিক
Trending

ইরাকে ক্ষেপনাস্ত্র হামলা চালালো ইরান, ওড়ানো হল মোসাদের সদর দফতর…

Iran launched a missile attack on Iraq, the headquarters of Mossad was blown up

The Truth Of Bengal: ১০০ দিন পেরিয়ে গেলেও ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ থামার কোনও নাম নেই। এবার ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদফতর ওড়াল ইরানের সেনা। ইরাকের কুর্দিস্তন অঞ্চলে অবস্থিত ইজরায়েলের এই গুপ্তচরবাহিনীর সদরদফতরে ঘটল হামলার ঘটনা।

১০০ দিন পার। এখনও জারি হামাস ইজরায়েলের যুদ্ধ। বাড়ছে মৃত্যু মিছিল। একটা একটা করে দিন এগোনোর সঙ্গে সঙ্গে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে হামাস ইজরায়েলের এই যুদ্ধ। গাজা পরিনত হচ্ছে মৃত্যুপুরীতে। এর কারণে একাধিক দেশের সমালোচনার মুখে পড়েছে এই দেশ। অন্যদিকে ইজরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সন্ত্রাসী সংগঠন। মদত যোগানোর পেছনে নাম জড়াচ্ছে ইরানের। বিশ্লেষকগ মহলের মত, ইজরায়েলকে চাপে ফেলতেই ইরানের এই পদক্ষেপ। এবার ইরাকে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদফতর ওড়াল ইরানের সেনা। শুধু তাই নয়, আক্রমণ আরও তীব্র করার হুমকিও দিয়েছে তেহরান।

সূত্রের খবর, সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইজরায়েলের গুপ্তচরবাহিনীর সদরদফতরে যে হামলা চালানোর ঘটেছে, তা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইরান রেভোনিউশনারি গার্ডস। যেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয়, হামলা চালানেোর কথা। সঙ্গে এই সদরদফতর ধ্বংস করার জন্য ব্যালিস্টিক মিসাইল ব্যাবহার করার কথাও বলা হয়েছে। তারা জানায় সন্ত্রীসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের দমন করতেই তাদের এই অভিযান। অন্যদিকে কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছেও হামলা করা হয়। তবে সেই ক্ষেপনাস্ত্র হামলায় কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে দুই মার্কিন আধিকারিক।

Free Access

Related Articles