আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নেই হতাহতের খবর

Indonesia hit by powerful earthquake, no casualties reported

Truth Of Bengal : এবার শক্তিশালী ভূমিকম্পে দুলে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫.৬। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলীয় মালুক প্রদেশ। সূত্রের খবর ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মালুকু তেঙ্গা রেজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ ও পূর্বে। এই ভয়াবহ ভূমিকম্পের গভীরতা মাটির ১০ কিলোমিটার নীচে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সেই দেশের আবহাওয়া জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে সেই দেশের স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ১.৩০ টা নাগাদ কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্ব অঞ্চলীয় মালুক প্রদেশ। ভূমিকম্পে কেঁপে উঠলেও কোন হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও। অন্যদিকে ভূমিকম্পের জেরে এখনই কোন সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে আবারও আফটার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকল বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে দেশটির প্রশাসনের তরফ থেকে।

আসলে ইন্দোনেশিয়াকে বলা হয় আগ্নেয়গিরির দেশ। এই শেষ প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপর অবস্থিত। এই দেশে প্রায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের দেখা পাওয়া যায়। পাশাপাশি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটতে থাকে বছরের অধিকাংশ সময় ধরে। তাই এই দেশের মানুষজন সবসময় সতর্ক থাকেন। এই দেশের সরকারও ভূমিকম্পের মোকাবিলায় গ্রহণ করে থাকে জরুরী পদক্ষেপ।

Related Articles