মাদক চালান করতে গিয়ে সিঙ্গাপুরের জাহাজ থেকে আটক তিন ভারতীয়
Indonesia Drug Consignment Seized From Singapore Ship Three Indians Detained Police Inquiry Continues

The Truth of Bengal : ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ মাদকের চালান বহনের অভিযোগে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে থাকা তিন ভারতীয় নাগরিককে আটক করেছে। আসলে, ইন্দোনেশিয়ার কর্মকর্তারা একটি গোপন তথ্য পেয়েছিলেন। এর ভিত্তিতে করিমুন জেলার পংকার জল এলাকায় লিজেন্ড অ্যাকোরিয়াস নামের একটি পণ্যবাহী জাহাজ থামানো হয়। সিঙ্গাপুর থেকে নৌকায় প্রায় এক ঘণ্টার দূরত্বে এই অভিযান চালানো হয়।
জাহাজটিতে ক্যাপ্টেন সহ ১০ জন ইন্দোনেশিয়ান ক্রু ছিলেন। সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকত্বের তিন সদস্যও জাহাজটিতে ছিলেন। ইন্দোনেশিয়ার ন্যাশনাল নারকোটিক্স এজেন্সির (বিএনএন) প্রধান জেনারেল মার্থিনাস হুকোম বলেছেন, অভিযুক্তদের কাছ থেকে মাদকের একটি চালান জব্দ করা হয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে যে বুধবার তারা ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের দ্বারা লিজেন্ড অ্যাকোরিয়াস জাহাজটি আটকের বিষয়ে তথ্য পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগ করছেন এমপিএ। সবাইকে তদন্তে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষকে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনএনের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ওয়েয়ান সুগিরি বলেছেন, জাহাজটি সিঙ্গাপুর থেকে ৯ জুলাই জোহর বাহরুর একটি ব্যক্তিগত বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি বলেন, ‘তিন ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা পাপুয়ার সুরাবায়া হয়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাচ্ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে। গত ১২ জুলাই বেসরকারি বন্দরে ওই তিন ভারতীয় নাগরিক জাহাজের ইঞ্জিন রুমে মাদকের চালান রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। জাহাজের ক্যাপ্টেন এবং নয়জন ক্রু সদস্যকে ইতিমধ্যেই জাহাজ পরিত্যাগ করে তীরে বিশ্রাম নিতে বলা হয়েছিল। ইন্দোনেশিয়ার ২০০৯ সালের মাদকবিরোধী আইন অনুযায়ী, মাদক পাচার সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।