আন্তর্জাতিক

ভারতের ২০২৫ সালের বাজেট নিয়ে পাকিস্তানে চর্চা, প্রধানমন্ত্রীকে নিয়ে করা হল এই মন্তব্য!

India's 2025 budget is being discussed in Pakistan, this comment was made about the Prime Minister!

Truth Of Bengal: ভারতের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ লাখ কোটি রুপির বাজেট ঘোষণার পর এটি পাকিস্তানে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারতের এই বাজেটে দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন ছাড়াও প্রতিবেশী দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বরাদ্দ রাখা হয়েছে। তবে পাকিস্তান এই তালিকা থেকে বাদ পড়েছে, যা দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পাকিস্তান কেন বাদ পড়ল?

ভারত তার বাজেটে আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও পাকিস্তানের জন্য কোনো বরাদ্দ রাখেনি। পাকিস্তানের জনগণ ও বিশ্লেষকদের মতে, এর পেছনে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল রয়েছে।

একজন পাকিস্তানি নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করছে, অথচ আমাদের দিকে তাকাচ্ছেও না! এটি ভারতের সুস্পষ্ট বার্তা যে তারা আমাদের কোনো সহায়তা দিতে চায় না।”

ভারতের অর্থনীতি বনাম পাকিস্তানের বাস্তবতা

ভারতের অর্থনীতি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। পাকিস্তানের জনগণও এই বিষয়টি স্বীকার করছে। এক পাকিস্তানি নাগরিক বলেন, “ভারতের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। তাদের বাজেটের পরিমাণ বিশাল, আর আমরা এখনও ঋণের ওপর নির্ভরশীল।”

আরেকজন বলেন, “ভারত ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কর ছাড় দিয়েছে, অথচ পাকিস্তানে কর ব্যবস্থা এমন যে সাধারণ মানুষ চাপে পড়ে যাচ্ছে।”

পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও ভারতের অগ্রগতি

পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে। সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নেই, ফলে রাষ্ট্রীয় খরচ চালাতে এবং সরকারি কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। পাকিস্তানের বাজেটের অর্ধেকেরও বেশি অংশ ঋণের মাধ্যমে সংগ্রহ করতে হয়, যেখানে ভারত নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং এখন প্রতিবেশীদের সহায়তা দিচ্ছে।

একজন পাকিস্তানি বিশ্লেষক বলেন, “ভারত এবং পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু ভারত এখন বিশ্ব মঞ্চে শক্ত অবস্থানে পৌঁছেছে। আর আমরা এখনো নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত।”

ভারতের ‘নেবারহুড ফার্স্ট’ নীতি

ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে ‘নেবারহুড ফার্স্ট’ নীতির আওতায় বড় অঙ্কের সহায়তা দিচ্ছে। এই বাজেটে—

বাংলাদেশ: ১২০ কোটি রুপি

মালদ্বীপ: ৬০০ কোটি রুপি

ভুটান: ২১৫০ কোটি রুপি

নেপাল: ৭০০ কোটি রুপি

আফ্রিকার কিছু দেশ: ২২৫ কোটি রুপি

কিন্তু পাকিস্তান এই তালিকা থেকে বাদ পড়েছে, যা দেশটির জনগণের হতাশা আরও বাড়িয়েছে।

ভারতের ২০২৫ সালের বাজেট পাকিস্তানের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। পাকিস্তানের জনগণও স্বীকার করছে যে, তাদের দেশকে ভারতের মতো অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। শুধু অন্যদের সাহায্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের সমস্যার সমাধানে মনোযোগী হওয়াই পাকিস্তানের জন্য সবচেয়ে জরুরি।

Related Articles