
The Truth Of Bengal: আমেরিকায় জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। তেলেঙ্গানার বাসিন্দা ইন্ডিয়ানার ট্রাইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মৃত ছাত্রের নাম’ সাই সূর্য অবিনাশ গার্ডডে। ওই ছাত্রের বয়স 25 বছর। গত রবিবার নিউইয়র্ক থেকে ২৪০ কিলোমিটার দূরে অ্যালবেনিতে বারবারভিল জলপ্রপাতে গিয়েছিল ওই পড়ুয়া। জলপ্রপাতে স্নানের সময় ডুবে যায় বলে স্থানীয় সূত্রের খবর। নিউইয়র্কেড ভারতীয় কনসুলেট শোক প্রকাশ করে জানিয়েছে এই ঘটনায় মিটের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে তার দেহ ভারতের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে মার্কিন গুলোকে দুর্ঘটনায় ৬ ভারতীয় মৃত্যু হল চলতি বছরে। ঘটনার সময় ওই পড়ুয়ার সঙ্গে থাকা আরেক যুবক তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও ভারতীয় ওই পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতমাসে ডালাসে এতটাই গুলিতে মৃত্যু হয় দাশারী গোপী কৃষ্ণ নামে এক ভারতীয়ের।