অপরাধ মদের দোকান বন্ধ রাখা, মার্কিন মুলুকে গুলিতে খুন ভারতীয় বাবা ও মেয়ে
Indian father, daughter shot dead in US for shutting down liquor store

Truth of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ভারতীয় ব্যবসায়ী ও তাঁর কন্যাকে গুলি করে হত্যা করার ঘটনা সামনে এসেছে। গুজরাট থেকে আসা প্রদীপ প্যাটেল (৫৬) ও তাঁর কন্যা উর্মি প্যাটেল (২৪) আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, যখন প্রদীপ ও উর্মি তাঁদের কর্মস্থলে পৌঁছান। ঠিক তখনই ৪৪ বছর বয়সি ডেভন হোয়ারটন নামের এক ব্যক্তি দোকানে ঢুকে মদ কিনতে চান। তিনি অভিযোগ করেন, কেন রাতে দোকান বন্ধ ছিল। এরপরেই আচমকা বন্দুক বের করে গুলি চালান। ঘটনাস্থলেই নিহত হন প্রদীপ, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উর্মি।
পুলিশ দ্রুত অভিযুক্ত ডেভন হোয়ারটনকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনার পর আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভারতীয়দের ওপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে, যা অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
প্রদীপ ও তাঁর পরিবার ছয় বছর আগে গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন, নতুন জীবনের আশায়। ভার্জিনিয়ায় এসে তিনি পরেশ প্যাটেলের দোকানে কাজ শুরু করেন। কিন্তু এক মুহূর্তেই তাদের সমস্ত স্বপ্ন ভেঙে গেল। পরিবারের সদস্য ও আমেরিকাবাসী ভারতীয় মানুষজন এই ঘটনার পর শোকস্তব্ধ।
পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এই ঘটনায় আবারও প্রবাসী ভারতীয়দের নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে।