আন্তর্জাতিক

লন্ডনে বিক্ষোভের মধ্যে থাকা ভারতীয় পর্যটকদের সতর্ক করলেন ভারতীয় দূতাবাস

Indian embassy warns Indian tourists amid protests in London

The Truth Of Bengal: মঙ্গলবার দিন লন্ডনে থাকা ভারতীয় হাইকমিশন ভারত থেকে আগত পর্যটকদের উদ্দেশ্যে পরামর্শ দেন যে, যথাযথ সতর্কতা অবলম্বন করে তারপরেই যেন পর্যটকরা ইউনাইটেড কিংডম ভ্রমণ করেন। এমন একটি সময় এসে উপস্থিত হয় যখন সপ্তাহান্তে হিংসাত্মক সংঘর্ষ ও অভিবাসন বিরোধী অতি-ডান গোষ্ঠীগুলির সাথে ক্রমশ অস্থিরতা ছড়িয়ে পড়তে থাকে। “চরমপন্থীদের” বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য অফিসারদের তার পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে দাবি করেছেন লন্ডনে ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের কিছু অংশে সাম্প্রতিক ঝামেলা চলছে, সেই সম্পর্কে ভারতীয় ভ্রমণকারীরা সচেতন থাকবেন। স্থানীয় নিরাপত্তা সংস্থার দ্বারা জারি করা পরামর্শগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়, এর সাথে সেখানে চলা বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles