প্রিডেটর ড্রোন কিনতে অনুমতি আমেরিকার, ৩১টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত
India is buying 31 Predator drones

The Truth of Bengal: ভারতে প্রিডেটর ড্রোন কেনার অনুমতি দিল আমেরিকা। দুদেশের মধ্যে দীর্ঘদিন আলোচনার পর শেষপর্যন্ত বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোকাবিলার জন্য এই মার্কিন প্রিডেটর ড্রোনগুলো কিনতে চেয়েছিল ভারত । তবে মার্কিন সরকার এতদিন সেই অনুমতি দেয়নি ভারতকে।
বৃহস্পতিবার ৩১টি প্রিডেটর ড্রোন কিনতে ভারতকে অনুমোদন দিল আমেরিকা। গত বছর জুন মাসে মার্কিন সফরে গিয়ে ৩১টি ড্রোন কেনার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরে আলোচনাও হয়েছে ড্রোন কেনার চুক্তি নিয়ে। শেষ পর্যন্ত ৪০০ কোটি ডলারের বিনিময়ে ৩১টি এমকিউ-৯বি স্কাই ড্রোন কেনার চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।
মূলত সীমান্তে পাকিস্তান ও চিনের আগ্রাসনের মোকাবিলা করতেই মার্কিন ড্রোনগুলি কিনতে চেয়েছিল ভারত। তবে সেই ড্রোন চুক্তি সাক্ষরিত হওয়ার পর আমেরিকার ডিফেন্স সিকিয়োরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, “মার্কিন বিদেশনীতি ও জাতীয় সুরক্ষাকে সমর্থন করে এই ড্রোন চুক্তি। পাশাপাশি এই চুক্তির ফলে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কও আরও সুদৃঢ় হবে বলেই জানানো হয়।