আন্তর্জাতিক

ভারত সর্ব ধর্মের দেশ-পশ্চিমবঙ্গে সবাই আমরা একসঙ্গেই থাকি-কাজ করতে হবে সবার জন্য: লন্ডনে বার্তা মুখ্যমন্ত্রীর

India is a country of all religions - in West Bengal, we all live together - we have to work for everyone: CM's message in London

Truth Of Bengal : আমরা কখনো ইংল্যান্ডকে ভুলতে পারবো না। আবার ইংল্যান্ড কখনো ভারতকে ভুলতে পারবেনা। আমি অত্যন্ত সম্মানিত। ‌ অনেকবার আমাকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু আমি সময় পাইনি। আমি যখন জীবন শুরু করেছি তখন আমার বাবা মারা গিয়েছেন। তখন থেকে স্ট্রাগল শুরু করেছি। বিরোধী হিসাবে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি।

সরকারি থাকার সময়ও কাজ করছি। আমি সাতবার পার্লামেন্টে নির্বাচিত হয়েছি। ৩৪ বছরের বাম শাসনের পর আমরা ক্ষমতায় এসেছি। করোনার কথা আমরা সবাই জানি। ‌ অর্থ সংকট চারদিকে হয়েছে। যারা অর্থনৈতিক দিক থেকে নিম্নবর্গ তাদের অসুবিধে হয়েছে। আমাদের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত প্রতিভাশালী। ‌ আমি অনেক জায়গায় গিয়েছি। আমাদের কাছে পশ্চিমবঙ্গে রয়েছে পাহাড় থেকে সমুদ্র। ভারত সর্ব ধর্মের দেশ। ‌ পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষীর মানুষরা বাস করেন।

গুজরাটে ১৭ টি পোর্ট রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে ১১ কোটি মানুষ। আমাদের এখানে ৩৩ শতাংশ মানুষ সংখ্যালঘু মানুষ। ৬ শতাংশ আদিবাসী মানুষ। ‌ ২৩ শতাংশ তপশিলি উপজাতি। আমরা সবাই সবাইকেই ভালবাসি। সব থেকে বড় বিষয় একতা। ‌ স্বামী বিবেকানন্দ যা বলে গিয়েছিলেন। ‌ সমস্ত মানুষ মনুষ্যত্ব নিয়ে বাঁচতে ভালোবাসে। সেটাই ধরে রাখার চেষ্টা। ‌ মা মাটি মানুষ।

গোটা পৃথিবীর মানুষ একজনকে একইভাবে চেনে। ‌ সেটাই হলো মা, মাদার। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার। আমি যতক্ষণ চেয়ারে রয়েছি আমার কাছে সবাই সমান। কাজ করতে হবে সবার জন্য। এখন তো ইন্টারনেটের যুগ। আমি আমার শিক্ষক-শিক্ষিকাদের প্রণাম জানাই।

আমরা শুরু করেছি ‘কন্যাশ্রী’। স্কলারশিপ প্রোগ্রাম।মেয়েদের জন্য। স্কুল ড্রপ আউট এতে কমে শূন্য হয়েছে। আমরা স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছি ছাত্র-ছাত্রীদের জন্য। আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন ৯৯% এর উপরে। ‌ তাছাড়া মাদার এন্ড চাইল্ড হাব, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে।

সরকারি জায়গায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পশ্চিমবঙ্গে। অনেক ক্ষেত্রেই বেবি জন্ম নেওয়ার পর মা মারা যায়। তখন আমরা নিউবর্ন বেবির জন্য তৈরি করেছি মিল্ক ব্যাংক। চাষিরা ইন্সুরেন্স ফ্রি পায়। ইউনাইটেড নেশন কন্যাশ্রী প্রকল্পকে সম্মান জানিয়েছে। ‌ আমরা লক্ষীর ভান্ডার প্রকল্প করেছি। এটা মডেল। অন্যান্য রাজ্যগুলি ফলো করছে।

Related Articles