ফের চালু হতে চলেছে ভারত-চিন সরাসরি উড়ান পরিষেবা
India-China direct flight service to resume

Truth Of Bengal: ভারত চিন কূটনৈতিক শীতলতা কেটেছে অনেকটাই। বর্তমানে অনেকটাই শান্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখা। যার জেরে আবার চালু হতে পারে ভারত চীনের সরাসরি উড়ান পরিষেবা। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফ থেকে কথা বলা হচ্ছে বেজিংয়ের সঙ্গে। সোমবার এমনটাই জানানো হয়, ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফ থেকে। সব কিছু ঠিক থাকলে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রায় বছর পাঁচেক পর ফের চালু হয়ে চলেছে উড়ান পরিষেবা।
ইতিমধ্যেই চীনের কনসাল জেনারেল ভারত চীনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত দিয়েছেন গত গত মাসেই। তাঁর কথায় দুই দেশের উড়ান পরিষেবা সরাসরি চালু করার বিষয় নিয়ে লাগাতার চলছে ভারত চিনের মধ্যে কথোপকথন। সোমবারই অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের সচিব জানান, সরাসরি উড়ান পরিষেবা চালু নিয়ে বেজিং-এর সঙ্গে নীতিগত ঐক্যমত্যে পৌঁছয় বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রকের নির্দেশিকা মেনেই এইবুরান পরিষেবা চালু হবে বলেই জানানো হয়েছে। সেইসঙ্গে জানা যায়, এদেশের বিমান সংস্থাগুলোর দাবি মেটানোর ব্যবস্থা জারি রয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেই ভারত-চিন উড়ান পরিষেবা সরাসরি চালু করা নিয়ে নয়া দিল্লি সচেষ্ট হন সর্ব প্রথম। জানা যায়, বিদেশ সচিব বিক্রম মিস্রী গিয়েছিলেন চিন সফরে। তারপরই নয়াদিল্লির তরফ থেকে বিবৃতি জারি করে উড়ান পরিষেবা চালু করার চেষ্টার কথা জানানো হয়েছে।