
The Truth of Bengal: ইয়েমিনের হুতি বিদ্রোহীরা তুর্কি থেকে ভারতে আসা দ্যা গ্যালাক্সি লিডার নামে এক পণ্যবাহী জাহাজ আটক করে। তাদের দাবি এই জাহাজ ইজরায়েলের। ইজরায়েল ও হামাস যুদ্ধের আবহে যেভাবে ইজরায়েল নির্বিচারে গাজাবাসীদের উপর আক্রমণ চালাচ্ছে সেই নৃশংসতার প্রতিবাদ ক্ষেত্রে তারা এই জাহাজটিকে হাইজ্যাক করে।এই পণ্যবাহী জাহাজে রয়েছে ২৫ জন স্ক্রু। এদের মধ্যেও ভারতীয় কেউ ছিলেন না।
ছিলেন ইজরায়েল সহ অন্যান্য দেশের স্ক্রু। এই ঘটনা হামাস ও ইজরায়েলের চরম সংঘাতের মধ্যে নেতানিয়াহু দফতরে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে। জাহাজ হ্যাইজাকের ঘটনা স্বীকার করে নেতানিয়াহু সরকার জানিয়েছে এই ধরনের কাজকর্ম ইরানের সন্ত্রাসবাদীদের কৌশল। গোটা বিশ্ব জুড়ে সন্ত্রাস ছড়াতে চাইছে ইরান, দাবি ইজরায়েলের। অবশ্য ইরান এই দাবি মানতে নারাজ। তারা জানিয়েছে ইজরায়েল কোনরকম প্রমাণ ছাড়া এইভাবে কারুর উপর দোষ চাপাতে পারেনা।
অন্যদিকে হুতি বিদ্রোহীদের প্রধান ইয়াহিয়া সারি জানিয়েছে এই জাহাজ এখন তাদের দখলে রয়েছে। জাহাজের সকল নাবিকরা নিরাপদে আছে বলেও জানান তারা। যতদিন পর্যন্ত ইজরায়েল যুদ্ধ বিরতি করছে না ততদিন পর্যন্ত তারা এই ধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানান হুতি গোষ্ঠীর প্রধান ইয়াহিয়া সারি। পাশাপাশি ইজরায়েলের জাহাজ গুলিতে অন্য দেশের নাবিকদের কাজ না করার আবেদন জানিয়েছে হুতি বিদ্রোহীরা।
Free Access