‘ভারত-বাংলাদেশের দেওয়া–নেওয়ার সম্পর্ক’, মন্তব্য বাংলাদেশ সেনা প্রধানের
'India-Bangladesh give-and-take relationship', comments of Bangladesh Army Chief

Truth Of Bengal: বৃহস্পতিবার হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের মামলায় শুনানি হলেও আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এবার উচ্চ আদালতে এই মামলা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে, ওপার বাংলায় সংখ্যালঘু নিপীড়ন থামার লক্ষণ নেই। ভারত-বিরোধী মন্তব্যও করতে দেখা যাচ্ছে অনেককে। এই আবহে এবার বক্তব্য রাখলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। যা অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
একটি সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ঢাকা এমন কোনও পদক্ষেপ করবে না যা ভারতের স্বার্থের পরিপন্থী। তিনি আরও জানান, ভারত তাঁদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বহু ক্ষেত্রেই বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। তেমনি ভারতও বেশকিছু ক্ষেত্রে বাংলাদেশের ওপর নির্ভর করে। জেনারেল ওয়াকারের কথায়, এটা একটা দেওয়া–নেওয়ার সম্পর্ক। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের জলসীমায় আটক করা হয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের। সে দেশের উদ্ভুত পরিস্থিতির মধ্যে তাঁদের নিয়ে উদ্বেগ বাড়ছিল এপারে। এবার বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মী এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মীর পারস্পরিক আদানপ্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপও দু দেশের দ্বীপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক বলেই কূটনৈতিক মহলের একাংশ মনে করছে।