মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পাল্লা ভারী কমলার দিকেই, ডেমোক্রেট প্রার্থীকে সমর্থন পুতিনের
In the US presidential election, the tide is heavily orange, Putin's support for the Democratic candidate

Truth Of Bengal: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জেরে জোর কদমে ভোট প্রচার চলছে মার্কিন মুলুকে। ২০২৪ এর এই প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেট প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন কমলা হ্যারিস অপরদিকে রিপাবলিকান পার্টি হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইতিমধ্যে বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ মানুষের সমর্থন ভারতীয় বংশোদ্ভুত কমলার পক্ষে। আর এখন ভ্লাদিমের পুতিনও কমলার পক্ষেই।
২০২৪ সালের নভেম্বরেই আমেরিকার জনগণ বেছে নেবেন তাদের নতুন প্রেসিডেন্টকে। এর আগে একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে যে কমলার পাল্লা ভারী। আর এবার কমলার পক্ষ বেছে নিয়ে তাঁকে আরোও এগিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে, রাশিয়ার ব্লাডি স্টক শহরের একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে তার কণ্ঠ শোনা যায় কমলার নাম। নিজের ভাষণে তিনি বলেন, “জুবাইরি নিয়ে সিদ্ধান্তকে আমি সমর্থন করি। তার উত্তরসূরী হিসাবে আমার সমর্থন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের দিকেই থাকবে। আর ওঁর হাসি খুব সুন্দর। এই হাসি সকলের মতো ছড়িয়ে পড়ে। কমলার হাসিই বুঝিয়ে যে তাঁর জন্য সবকিছুই ভালো হবে।”
তবে আরো বেশ কিছু কারণ রয়েছে যার জন্য ভারতীয় বংশোদ্ভুত এই নেত্রীকে পুতিন সমর্থন জানায়। এদিন প্রতিদিন তার বক্তব্যে বলেন, “কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে। যার অর্থ, তিনি হয়ত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে পারেন। তবে সে সিদ্ধান্ত জনগণের হাতেই। তাঁরাই রায় দেবেন।”
উল্লেখ্য, এর আগে যখন ডেমোক্রেট নেতা হিসেবে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে নেমেছিলেন তখনও তার সমর্থনে ছিলেন পুতিন। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এক সাক্ষাৎকারে পুতিন জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি আবারও বাইডেনকে দেখতে চান। এরপরই ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছিলেন, “আমার সঙ্গে পুতিনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু উনি আমাকে চান না। তিনি বাইডেন কে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। বাইডেন তো তাঁকে ইউক্রেন দিয়ে দেবেন।”