আন্তর্জাতিক

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ও তাঁর স্ত্রীর ১৪ বছরের সাজা ঘোষণা

Imran and his wife sentenced to 14 years

The Truth of Bengal: নতুন বছরে নতুন করে অস্বস্তিতে জড়িয়ে পড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘদিন ধরেই জেলবন্দি থাকেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।  প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিল মাসে ক্ষমতা হারিয়েছিলেন ইমরান খান। হেরে গিয়েছিলেন অনাস্থা প্রস্তাবে। তারপর ২০২৩-এর অগাস্টে কারাদণ্ড দেয় ইসলামাবাদ আদালত তাঁকে।

যদিও পাক সুপ্রিম কোর্ট ইমরানকে ডিসেম্বরে জামিন দেয়। এরমধ্যেই ফের তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করল পাকিস্তান আদালত। এক সপ্তাহ পরই পাকিস্তানে রয়েছে নির্বাচন। তার আগেই মঙ্গলবার সাইফার মামলায় ১০ বছরের সাজা ঘোষণা করা হয় ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান আদালতের তরফে। এই সাজা ঘোষণার পরদিনই আবারও ১৪ বছরের সাজা শোনানো হল তাঁকে।

দুর্নীতি মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে এই সাজা ঘোষণা করা হল। তবে শুধু তিনি একা নন, এই সাজা দেওয়া হল তাঁর স্ত্রী বুশরা বিবিকেও। কেবল কারাবাসে সাজা দেওয়া হল না। করা হল জরিমানাও। পাকিস্তানি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের পরই ক্ষোভে ফেটে পরে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ।

Related Articles