হোয়াইট হাউসে ইফতার পার্টি, পার্টিতে যেতে নাকজ আমেরিকার মুসলিম প্রতিনিধিরা
Iftar party at the White House, Muslim representatives of the United States flock to the party

The Truth of Bengal : দীর্ঘদিন ধরে চলছে ইজরায়েল ও হামাস যুদ্ধ। এই যুদ্ধের ফলে বহু নিরীহ মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে শতাধিক। যুদ্ধের এই আবহে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা । সেই কারণে হোয়াইট হাউসে রমজান উপলক্ষে পালিত ইফতার পার্টিতে যাননি মুসলিম সম্প্রদায়।
রমজান মাস উপলক্ষে হোয়াইট হাউসে ধুমধাম করে পালিত হয়েছে ইফতার পার্টি। যে পার্টিতে যোগ দেয়নি অধিকাংশ মুসলিমরা। তাদের মতে এখনও বহু নিরীহ মানুষ ইজরায়েলের কাছে বন্ধি অবস্থায় আছে। কত মানুষের মৃত্যু হয়েছে তাই ইফতারের প্রস্তাব নাকজ করেছে আমেরিকার মুসলিম সমাজের প্রতিনিধিরা।
যে কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় হোয়াইট হাউসে ইফতার পার্টি। শেষ পর্যন্ত নিজেদের কর্মীদের নিয়ে আলাদা ভাবে পার্টি করা হয় হোয়াইট হাউসে। ইফতারে সামিল না হলেও আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগদান করেন মুসলিম সম্প্রদায়ের কিছু বিশেষ ব্যক্তি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যান।