আন্তর্জাতিক

ক্ষতি করলে চোকাতে হবে মূল্য! কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর

If the damage is worth the price! Strong warning of Netanyahu

The Truth Of Bengal: ইরান ও ইসরায়েলের সংঘর্ষ চরমে। এর মাঝেই ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি ইসরায়েলের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার শত্রু দেশগুলোকে হুমকি দিয়ে বলেন, ‘ইরান ও তার অনুসারীরা আমাদের সন্ত্রাসবাদের খপ্পরে ফাঁসাতে চায়, কিন্তু আমরা প্রতিটি ফ্রন্টে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের বিরুদ্ধে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের খুব ভারী মূল্য দিতে হবে’। পাশাপাশি গাজায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হন। তার কয়েক ঘন্টা পরে ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার অভিযোগ ওঠে। উভয় হত্যার জন্য অভিযুক্ত ছিল ইসরায়েল। তেহরানে হানিয়া হত্যার ঘটনায় ক্ষুব্ধ ইরান ইজরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে। অপরদিকে, হিজবুল্লাহও ইসরায়েলের ওপর ক্রমাগত হামলা চালায়। কার্যত, পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে।

জানা যায়, ইসরায়েলের নিরাপত্তার কথা ভেবেই পশ্চিম এশিয়ায় যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এই যুদ্ধজাহাজের পাশাপাশি ফাইটার প্লেনের সমন্বয়ে একটি স্ট্রাইক গ্রুপও পাঠানো হয়েছে ইসরায়েলে। অপরদিকে , মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইউরোপীয় কমান্ডের অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ক্রুজার এবং ডেস্ট্রয়ার পশ্চিম এশিয়ায় পাঠানোর নির্দেশ দেন।