আন্তর্জাতিক

বউ পালানোর শোকে আত্ম*ঘাতী স্বামী

Husband commits suicide due to wife running away

The Truth Of Bengal: সদ্য বিবাহিতা স্ত্রী প্রেমিকের সাথে পলাতক হওয়ায় আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।

সূত্রের খবর, গত ৮ই মার্চ বাংলাদেশের চাঁদপুরে পাঁচ নম্বর রামপুর ইউনিয়নের আলগি পাঁচগাও এলাকার ইবাদ খান নামে এক ব্যক্তির সঙ্গে করলিয়া খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের প্রথম দিন থেকেই নব দম্পতির মধ্যে বণিবনা ছিলনা। শুধু তাই নয়, বাসর ঘরে স্বামীকে নিজের কাছে ঘেঁষতে দেননি নববধূ। আর এই কথা সকাল হতেই ইবাদ তাঁর মাকে জানালে মা ধৈর্য ধরতে বলেন। পরবর্তীকালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এরপর খাদিজা কিছুদিনের জন্য নিজের বাবার বাড়ি যান। বাবার বাড়ি থেকে সোমবার ফেরার কথা ছিল নববধূর কিন্তু অসুস্থতার দোহাই দেখিয়ে তিনি মঙ্গলবার ফিরবেন বলে জানান। এদিকে সোমবার রাতেই একটি চিঠি লিখে তার প্রেমিকের সাথে পালিয়ে যান খাদিজা। খবর পেয়ে মঙ্গলবার শশুর বাড়িতে উপস্থিত হয় ইবাদ। সেখানে পৌঁছে সমস্ত ঘটনা শোনার পর সম্পূর্ণ বিষয়টি তার বাবা খোরশেদ আলম খান ও মা সুলতানা বেগমকে জানান। সুলতানা বেগম ছিলেন ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা।

এরপর খোরশেদ এবং সুলতানা বিআইডব্লিউওটিএর চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলমকে থানায় অভিযোগ জানাতে বলেন। এবারের মা জানান, ” আমার ছেলে তখন অন্য ঘরে ছিল। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টা নাগাদ হঠাৎ চিৎকারের আওয়াজ শুনে সবাই দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে ঝটপট করছে।” এরপর পরিবারের সদস্যরা ইবাদকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ইবাদ। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত খাদিজা কোন সন্ধান পাওয়া যায়নি।

FREE ACCESS

Related Articles