ইজরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, দাবি হুতিদের
Houthis claim hypersonic missile attack on Israel

Truth Of Bengal: প্যালেস্টাইনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইজরায়েল। বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপত্যে হামলা চালানোর খবর জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী। ইজরায়েল অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে আনুষ্ঠানিকভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।
এ বিষয়ে ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি পরিকাঠামো রয়েছে। হুতি–ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ জানান, বৃহস্পতিবার ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইজরায়েল।
টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, সানার দু’টি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এ ছাড়া হোদেইদাহর বন্দরে শত্রুপক্ষ অন্তত চারটি হামলা চালিয়েছে। জ্বালানি স্থাপনায় দু’টি হামলা হয়েছে। তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর প্রাথমিকভাবে জানা যায়নি।