আন্তর্জাতিক

উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিহত ৫১, আহত প্রায় ১০০

Horrific fire at nightclub in North Macedonia! 51 dead, nearly 100 injured

Truth Of Bengal: উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে রবিবার ভোরে ভয়াবহ আগুন লেগে ৫১ জন নিহত হয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, রাত ২:৩৫ মিনিটের দিকে একটি স্থানীয় পপ ব্যান্ডের কনসার্ট চলাকালে আগুনের সূত্রপাত হয়। কনসার্টে উপস্থিত দর্শকরা আতশবাজি ব্যবহার করলে ছাদে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আতঙ্কিত মানুষজনকে পালিয়ে যেতে দেখা গেছে।

দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের স্বজনরা কোচানি শহরের বিভিন্ন হাসপাতাল ও প্রশাসনিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাদের প্রিয়জনদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন।

পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, তবে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Related Articles