আন্তর্জাতিক

ইজরায়েলি হামলার পাল্টা জবাব, তেল আভিভকে লক্ষ্য করে রকেট বর্ষণ হিজবুল্লার

Hezbollah fires rockets at Tel Aviv in response to Israeli attacks

Truth Of Bengal: ইজরায়েলি হামলার প্রতিশোধ নিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল হিজবুল্লা। শনিবারের দিনে লেবাননের রাজধানী বেরুটে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আর সেই হামলার জেরে ২৯ জনের মৃত্যু হয়। সেই দিনই হিজবুল্লা প্রতিশোধের আগুনে ফুঁসছিল। ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর  প্রতিশোধ নিতে চলেছে লেবানন।

আর সেই মতো রবিবারই পাল্টা হামলার পথে হাঁটতে দেখা গেল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে। ইজরায়েলের রাজধানী তেল আভিভকে লক্ষ্য করে পর পর রকেট বর্ষণ করতে থাকে তারা। আর পর পর সেই রকেট বর্ষণ ঠেকাতে ইজরায়েল নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকেই হাতিয়ার করে। তবে শেষমেশ আকাশপথে তা মোকাবিলা করা গেলেও অনেক রকেট যেগুলি রাজধানীর মাটিতে আছড়ে পড়েছে।

যার জেরে একাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইজরায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, রবিবার লেবাননের দিক থেকে তেল আভিভকে লক্ষ্য করে অন্তত ২৪০টি রকেট ছোড়া হয়েছে। আর সেই হামলার দায় ইতিমধ্যেই হিজবুল্লা স্বীকার করে নিয়ে জানিয়েছে, ইজরায়েলের রাজধানী এবং তার আশপাশের সেনাঘাঁটি ছিল তাদের মূল লক্ষ্য। এদিকে ইজরায়েল এবং হিজবুল্লার এই আক্রমণ-প্রতি আক্রমণে আমেরিকার তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে তেল আভিভের দিক থেকে এখনও পর্যন্ত তাদের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। ইজরায়েলি সংবাদমাধ্যম মারফত যা জানা যাচ্ছে, সোমবারের দিনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে এই সংক্রান্ত বৈঠক করার সম্ভাবনা রয়েছে।

Related Articles