‘মৌলবাদ’ শব্দে আপত্তি, বিএনপি নেতাদের সতর্ক থাকার অনুরোধ হেফাজত নেতাদের
Hefazat leaders urge BNP leaders to remain alert over 'fundamentalism'

Truth Of Bengal: বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে ‘মৌলবাদ’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। তারা বিএনপি নেতাদের অনুরোধ করেছেন যেন ভবিষ্যতে এই শব্দ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা হয়।
সূত্র মারফত জানা যায়, গতকাল রাত ৮টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক বৈঠক হয়। সেই বৈঠকে ‘মৌলবাদ’ প্রসঙ্গ উঠে আসে। হেফাজতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। তার সঙ্গে ছিলেন নায়েবে আমির আহমদ আবদুল কাদের, মাওলানা মুঈউদ্দিন রাব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালালউদ্দিন আহমদ ও অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন কাসেমী।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।বৈঠকে হেফাজতের নেতারা জানান, ‘মৌলবাদ’ শব্দটি ব্যবহার করে বিএনপি নেতারা ইসলামী দলগুলোর সম্মানহানী করছেন। তারা বলেন, চরমপন্থার বিরুদ্ধে কথা বললে তাদের কোনো আপত্তি নেই, তবে এমন শব্দ ব্যবহার করলে জামায়াত নয়, সব ইসলামপন্থী দলই আঘাতপ্রাপ্ত হয়।
জানা যায়, বিএনপি নেতারা পরে ব্যাখ্যা দেন যে, তাদের মন্তব্যটি জামায়াত ইসলামীর প্রসঙ্গে ছিল। তখন হেফাজতের নেতারা বলেন, শুধু জামায়াত নয়, এই শব্দ দিয়ে সব ইসলামপন্থীদেরই আক্রমণ করা হচ্ছে। আহমদ আবদুল কাদের জানান, বিএনপি নেতারা ভবিষ্যতে এ শব্দ ব্যবহারে সতর্ক থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
বৈঠকে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনে হেফাজতের সহযোগিতা চেয়েছে বিএনপি। হেফাজত নেতারা এতে সম্মতি দিলেও কিছু শর্ত দেন— নির্বাচনের আগে বিচার সংস্কার সম্পন্ন করা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করা।