আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াই, খতম ১৩ সন্ত্রাসবাদী

unfight between security forces and terrorists in Pakistan, 13 terrorists killed

Truth Of Bengal : পাকিস্তানে ফের গুলির লড়াই। গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের। আর এই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে নিরাপত্তাবাহিনীর মেজর সহ ৪ জনের। একই সঙ্গে খতম হয়েছে সন্ত্রাসবাদীদের মধ্যে ১৩ জন। এই ঘটনায় গোটা পাকিস্তান জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের ডেরার খবর গোপন সূত্রে পেয়ে নিরাপত্তাবাহিনী অভিযান চালায় সেখানে। সন্ত্রাসবাদীদের ডেরা ছিল মির আলিতে। সেখানেই অভিযান চালানো হয়। আর সেই অভিযান চলার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এই গুলির লড়াইয়ে প্রাণ হারায় ৬ জন জঙ্গি। সেই সঙ্গে প্রাণ হারায় নিরাপত্তা রক্ষীর দুই মেজরও।

একদিকে দুই পক্ষের গুলির লড়াই যখন চলছিল মির আলিতে সেই সময় দাত্তা খেল ক্যাম্প থেকে গুন্দি পোস্ট যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলার জেরে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। গত কয়েকবছর ধরে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের হামলা চালানোর ঘটনা বেড়েছে অনেকখানি। একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত জুড়ে। পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। আর এই লড়াইয়ের পরিমাণ বেড়েছে ২০২৪ সাল থেকে।

Related Articles