উচ্চশিক্ষায় বিদেশ পাড়ি, পড়ুয়াদের ঝোঁক কোন দেশে জানেন
Go abroad for higher education, you know which country the students are inclined to

The Truth Of Bengal: উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে এ দেশ থেকে বহু ছাত্র-ছাত্রীই যান। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা সর্বপ্রথম আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিকে বেছে নেন। মার্কিন দূতাবাস সূত্রে খবর, গত বছর ভারতের ১ লক্ষ ৪০ হাজারের বেশি পড়ুয়া ভিসার জন্য আবেদন করেছিলেন।
এই রেকর্ড যেকোন দেশের তুলনায় একটি রেকর্ড স্থাপন করেছে। গত বছরের রেকর্ড অনুসারে প্রায় ১ লক্ষ ৪০ হাজার পড়ুয়ার ভিসা ইস্যু করার পর এবছরও সেই লক্ষ্য মাত্রার দিকে এগোচ্ছে ।ভারতের মার্কিন দূতাবাসের আধিকারিকরা জানান , ২০২৪ সালে ভারতীয় পড়ুয়াদের কাছ থেকে প্রচুর আবেদনের জমা পড়েছে। বিগত বছরের তুলনায় এবছরে ভিসার সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে ।
ইউএস মিশন দেশব্যাপী অষ্টম বার্ষিক স্টুডেন্ট ভিসা দিবস হিসেবে পালন করেছে। এই স্টুডেন্ট ভিসা দিবস পালন করেছে নিউ দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা ও মুম্বইয়ে। পড়ুয়ারা যাতে সহজে ভিসা পেতে পারে তার জন্য সহযোগিতা করছেন দূতাবাসের কর্মীরা । প্রসঙ্গত , প্রতিবছরই মার্কিন যুক্তরাষ্ট্র বহু পড়ুয়ারা পড়াশোনা করতে যায়। এই বিষয়ে মার্কিন দূতাবাসের বিবৃতি অনুযায়ী, বিগত কিছু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।