আন্তর্জাতিক

‘হিন্দুদের নিরাপত্তা দিন’, ইউনূসকে কড়া বার্তা আমেরিকার

'Give safety to Hindus', America sends a strong message to Yunus government

Truth Of Bengal: এখনও জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এক মাস পিছিয়ে গেছে তাঁর জামিন মামলার শুনানি। হামলা চালানো হয়েছে তাঁর আইনজীবীদের ওপরে। লাগাতার আক্রমণের মুখে পড়ছেন বাংলাদেশের হিন্দুরা। সব মিলিয়ে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ওপার বাংলা। এই আবহে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়াল আমেরিকা। এবার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার মার্কিন কেগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। ক্ষোভপ্রকাশ করে বলেন, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘হিন্দুদের উপর হামলায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। বাংলাদেশ সরকারের দায়িত্ব  সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় ইউনূস সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

হিন্দুদের ওপর হামলা রুখতে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। উত্তপ্ত পরিস্থিতিতেই ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে।

প্রসঙ্গত, অগাস্টে গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলেও অশান্তিতে লাগাম টানা যায়নি। সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে অবিরাম। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে।

Related Articles