আন্তর্জাতিক

নরকে’ পরিণত গাজা, ভারী বৃষ্টিতে ভেসে গেছে অনেক অস্থায়ী তাঁবু    

Gaza Heavy Rains

The Truth of Bengal: এখনও বন্ধ হয়নি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে শীতকালীন বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভেসে গেছে অনেক অস্থায়ী তাঁবু। এসব তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা গাজাবাসী। জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা বলছে, একদিকে চলছে হামলা, অন্যদিকে বৃষ্টি; দুর্দশা এতটাই চরমে পৌঁছেছে যে গাজা যেন ‘নরকে’ পরিণত হয়েছে। ইসরায়েলের টানা হামলায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। উপত্যকাজুড়ে দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ। তাঁদের অনেকেই বিভিন্ন বিদ্যালয়, হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ভারী  বৃষ্টিতে প্লাস্টিকের তৈরি সেসব তাঁবুর অনেকগুলো ভেসে গেছে।

শরণার্থীশিবিরগুলোর অনেক জায়গায় জল জমেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ঘর হারিয়ে মধ্য গাজার একটি হাসপাতাল প্রাঙ্গণে পরিবারসহ আশ্রয় নিয়েছেন আমেন এদওয়ান। সেখানে তাঁর মতো আরও হাজারো মানুষ মাথা গোঁজার জায়গা খুঁজে নিয়েছেন। সংবাদমাধ্যমকে আমেন বলেন, ‘তাঁবুর ভেতরে ও চারপাশে বৃষ্টির জল জমে গেছে। নাইলনের তাঁবু খোঁজার চেষ্টা করেছেন তারা। এখন পাথর ও বালু দিয়ে শুকনা রাখার চেষ্টা করা হচ্ছে।’ একই দৃশ্য দেখা গেছে রাফাহর শিবিরগুলোতেও।

অনেকে তাঁবুর ভেতরে ও চারপাশে আবর্জনা ও বালু ফেলে বৃষ্টির জলের স্রোত আটকানোর চেষ্টা করছেন। ভেজা কাপড় শুকাতে দিয়েছেন অনেকেই। কিছু পরিবারের তাঁবু ঠিক আছে। কিন্তু অনেকেরই অবস্থা বেগতিক। অনেকেরই তাঁবুর মেঝেতে বিছানোর মতো কিছু নেই। তাঁদের ভেজা বালুর ওপরই রাত কাটাতে হচ্ছে। প্লাইউড আর পাতলা প্লাস্টিক দিয়ে পরিবারের সদস্যদের জন্য মাথা গোঁজার ঠাঁই বানানোর চেষ্টা করছেন তারা। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি গাজার পরিস্থিতি সম্পর্কে জেনেভায় রাষ্ট্রসংঘের বৈশ্বিক শরণার্থীবিষয়ক ফোরামের বৈঠকে বলেছেন, গাজা এখন পৃথিবীর বুকে একটি ‘নরকে’ পরিণত হয়েছে।

Related Articles