আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার পার, পাল্টা রকেট হামলা হামাসের

Gaza death toll passes 50,000, Hamas retaliates with rocket attacks

Truth Of Bengal: প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইজরায়েলের নৃশংসতা চলছেই। বলতে গেল মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা। রবিবার ভোরে মধ্য গাজায় ইজরায়েলের হামলায় হিলমি আল-ফাকাওয়ি নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় অর্ধশতাধিক প্যালেস্তিনি নিহত হয়েছেন।

এর মাধ্যমে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭০০ জন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের আবাসস্থলে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন, আহমেদ মনসুর, হাসান এসলাইহ, আহমেদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।

তবে চুপ করে বসে নেই হামাসও। প্যালেস্টাইনের গাজা থেকে ইজরায়েলে রকেট ছুড়েছে হামাস। ইজরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ প্যালেস্তিনিদের ওপর ইজরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। এদিকে, ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইজরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশির ভাগই প্রতিহত করা হয়েছে।

ইজরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গিয়েছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৪০ জনের মতো নিহত হয়েছেন। পণবন্দি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। যাঁদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস।

এর জবাবে গাজায় সেদিন থেকেই হামলা শুরু করে ইজরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইজরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন প্যালেস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাঁদের মধ্যে নিখোঁজ প্যালেস্তিনিরাও রয়েছেন।

Related Articles