অফবিটআন্তর্জাতিক
Trending

ঘুষি মারছেন ফ্রান্সের রাষ্ট্রপতি, ভাইরাল ছবি

French President punching, viral picture

The Truth Of Bengal : ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর ঘুষি মারার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তার চিত্র গ্রাহক ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি দাঁত কামড়াচ্ছেন। এবং অন্য এক ছবিতে দেখা যাচ্ছে সে তার ডান হাত দিয়ে পাঞ্চিং ব্যাগে ঘুসি মারছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হওয়ার পরই কিছু মানুষ মস্কোর সঙ্গে ম্যাক্রোর মেলবন্ধনের তুলনা করেছেন। কিছু জন ম্যাক্রোকে রুশের রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে তুলনা করেছেন। সেখানে দেখা যাচ্ছে পুতিন জুডোর প্যাকটিস করছেন আর ঘোড়ায় চেপে সওয়রের ছবিও শেয়ার করেছেন।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েলের এর নিজস্ব চিত্র গ্রাহক কয়েকদিন আগে সেই ছবি শেয়ার করেছে। ছবিটি পোস্ট করার পর থেকে প্রায় বারো হাজারেরও বেশি লাইক পড়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন ‘মিস্টার প্রেসিডেন্ট ক্লাবে আপনাকে স্বাগত’। আবার কেউ লিখেছে ‘এটা সবচেয়ে ভালো খেলা’।

 

FREE ACCESS

Related Articles