অবশেষে যুদ্ধবিরতি গাজায়, চুক্তি ইজরায়েল-হামাসের
Finally, the cease-fire in Gaza, the agreement of Israel-Hamas

Truth Of Bengal: অবশেষে যুদ্ধবিরতি। দেড় বছর পর যুদ্ধবিরতির আলোচনায় সবুজ সংকেত হামাস ও ইজরায়েলের। এতদিনের লড়াইয়ে মৃত্যু হয়েছে কম করে ৪৬ হাজার মানুষের।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর এই যুদ্ধের শুরু। যুদ্ধবিরতির জন্য বারবার মধ্যস্থতা করে বিভিন্ন দেশ। খবর পাওয়া গিয়েছিল মিশরে আলোচনায় বসে ইজরায়েল ও হামাসের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠক সদর্থকও হয়। তখন শোনা গিয়েছিল যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে। মুক্তি পেতে পারেন বন্দিরাও। এবার অবশেষে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করা হয়।
গাজায় এখনও হামাসের ডেরায় বন্দি ইজরায়েলের বহু মানুষ। অন্যদিকে, ইজরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা অন্তত ৪৬ হাজার। যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। তাই যতদিন যাচ্ছিল, ততই জোরালো হচ্ছিল গাজায় যুদ্ধবিরতির দাবি। যুদ্ধবিরতি ঘোষণায় অবশেষে স্বস্তি।
জানা গেছে, যুদ্ধবিরতির পর গাজায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। সেই রিপোর্ট মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।