আন্তর্জাতিক

সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, এক ভারতীয়-সহ ২০ জনের মৃত্যু

Fatal plane crash in Sudan, 20 people including an Indian dead

Truth Of Bengal: দক্ষিণ সুদানে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন, যার মধ্যে একজন ভারতীয়ও ছিলেন। এই বিমানে মোট ২১ জন যাত্রী ছিলেন, তাঁর মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছেন। টেক অফের পাঁচ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে সেখানকার স্থানীয় সময় রাত ১০:৩০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ঘটে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই দক্ষিণ সুদান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানের পাইলট ও কোপাইলটের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। গত কয়েক বছরে একাধিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে চলেছে দক্ষিণ সুদানে। এর আগে ২০১৮ সালে একটি বিমান যাচ্ছিল জুবা থেকে ইরোলে, আর সেই সময় ভেঙে পড়ে বিমানটি। সেই সময় মৃত্যু হয়েছিল ১৯ জন যাত্রীর। এছাড়াও ২০১৫ সালে একটি বিমান জুবা বিমানবন্দর থেকে ওড়ার পর ভেঙে পড়ে আচমকাই। সেই সময় বিমানে থাকা কর্মী ও পাইলটের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানেও মৃতের সংখ্যা একাধিক হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাটি থেকে ১২০ ফুট উঁচুতে দেখা যায় আগুনের শিখা। সঙ্গে সঙ্গে বাজতে থাকে সাইরেনও। তখন বোঝা যায় কোন একটি বড় দুর্ঘটনা ঘটেছে।

Related Articles