আন্তর্জাতিক

পাকিস্তানে সেনার ঘাঁটিতে বিস্ফোরণ, হামলা চালায় তালিবান তেহরিক-ই-জিহাদ জঙ্গি গোষ্ঠী

Explosion at Pakistan army base

The Truth of Bengal: পাকিস্তানের পঞ্জাবে বায়ুসেনার ঘাঁটিতে হামলা। বেশ কয়েক জন আত্মঘাতী জঙ্গি ওই সেনা ঘাঁটিতে অতর্কিতে ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। এই হামলায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্তত তিন হামলাকারীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরের আলোর ফোটার আগেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালিতে বায়ুসেনার ঘাঁটি কেঁপে ওঠে গুলির শব্দে। পাঁচ থেকে ছ’জন সশস্ত্র জঙ্গি ওই ঘাঁটিতে ঢুকে পড়েন এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ।

পাক সেনা ঘাঁটিতে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জিহাদ নামের তালিবান সমর্থিত এক জঙ্গিগোষ্ঠী। পাকিস্তান সেনাবাহিনীর তরফে সংবাদসংস্থা রয়টার্সকে জানানো হয়েছে, সেনার গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। তবে আরও তিন জন ঘাঁটির মধ্যেই এখনও সক্রিয়। তাঁদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে।

Free Access

Related Articles