আন্তর্জাতিক

শানডংয়ে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, বিষাক্ত ধোঁয়ায় ঢাকল এলাকা

Explosion at chemical factory in Shandong, area covered in toxic smoke

Truth Of Bengal: ভয়াবহ বিস্ফোরণ চিনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায়।  জানা গিয়েছে, ওই কারখানায় কীটনাশক এবং চিকিৎসা ব্যবহারের রাসায়নিক তৈরি করা হচ্ছিল । আর তখনই ঘটে বিস্ফোরণ। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর সামনে আসেনি।

চিনা সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, বিস্ফোরণের পর শানডং প্রদেশের গাওমি শহরের কারখানায় পৌঁছায় উদ্ধারকারী দল। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠিয়েছে, যার মধ্যে দমকলকর্মী, চিকিৎসা বিশেষজ্ঞ এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা বিশেষজ্ঞরাও ছিলেন। ইতিমধ্যেই এই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, কালো বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকা। সেইসঙ্গে ওই কারখানার আশেপাশে বাড়ির জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে,  ২০১৯ সালের অগস্টে প্রাদেশিক শহর ওয়েইফাং-এর গাওমি রেনহে কেমিক্যাল পার্কে প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্থাটি ৭০০ একর (৪৭ হেক্টর) এরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত।  যেখানে ৩০০ জনেরও বেশি কর্মচারী রয়েছে। এটি কীটনাশক, ওষুধ এবং রাসায়নিক উৎপাদন এবং বিক্রি করে। আর সেখানেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। কি করে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। এই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে চিনা প্রশাসন।

সাম্প্রতিক বছরগুলিতে চিনের রাসায়নিক কারখানাগুলিতে বিস্ফোরণের মধ্যে রয়েছে ২০২৪ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলে একটি এবং ২০২৩ সালে দক্ষিণ-পূর্ব প্রদেশ জিয়াংজিতে আরেকটি। এছাড়াও ২০১৫ সালে চিনের বন্দর নগরী তিয়ানজিনে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক ধারণকারী গুদামে দুটি বিশাল বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হয়। এই ঘটনার পর ফের চলতি বছর ঘটল একই ঘটনা। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি।

Related Articles