
The Truth of Bengal: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। মাঝে মধ্যেই তিনি নানান বার্তা দিয়ে থাকেন। এবার তিনি তার বড় মনের পরিচয় দিলেন। নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে জানালেন যুদ্ধ বিধ্বস্ত গাজা ও ইজরায়েলের হাসপাতাল গুলিতে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করবেন তিনি। এক্স হ্যান্ডেলে দেওয়া বিজ্ঞাপনের আয়ের সম্পূর্ণ ভাগটাই তিনি দিতে চেয়েছেন ক্ষতিগ্রস্ত হওয়া হাসপাতালগুলিতে।
গত মাসে গাজা উপত্যাকায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখনও ইলন মাস্ক ঘোষণা করেছিলেন তাঁর নিজের স্যাটেলাইট সংস্থা স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা সরবরাহ দেবে গাজাবাসীদের। স্বল্প খরচে স্টারলিঙ্ক সীমান্ত সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম।
প্রসঙ্গত, এর আগেও তিনি বিশ্বে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আমেরিকাকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করার বার্তা দিয়েছেন। বহুকাল ধরে আমেরিকা ও রাশিয়ার মধ্যেকার ঠাণ্ডা লড়াই এবার শেষ হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। বিশ্বের সমগ্র দেশকেই যুদ্ধ না করার উপদেশ দেন তিনি। দেশের জনসাধারণের কথা ভেবে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামান দরকার বলে জানিয়েছিলেন ইলন মাস্ক।