বাংলাদেশের জেলবন্দি আওয়ামী লীগ নেতাদের ঈদ উপলক্ষে এলাহি ব্যবস্থা
Eid prayers for jailed Awami League leaders in Bangladesh

Truth Of Bengal: ঈদ উপলক্ষে আনন্দে মেতেছে গোটা দেশ। বাংলাদেশে উৎসবের পরিবেশ কার্যত গমগম করছে। তবে বাংলাদেশে ঈদের দিনটা আর পাঁচটা দিনের মতন একদমই নয়, সর্বত্রই আনন্দের মেজাজ। এমনকি আনন্দের দিন বাদ পড়েনি কারাগারে জেলবন্দি আসামিরাও। এদেরই আনন্দ উৎসবে শরিক হন কারাগারের বন্দীরাও।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাক্তন মন্ত্রী, সাংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে বাংলাদেশের বিভিন্ন কারাগারে এই মুহূর্তে তাদের বর্তমান ঠিকানা। এই মুহূর্তে তাদের বাংলাদেশের কারাগারের চার দেওয়ালে দিন কাটছে। বাংলাদেশে আগামী বছরের ৫ই আগস্ট কলঙ্কময় অধ্যায় হিসেবে গোটা দেশ মনে রেখেছে। সেই সময় একাধিক ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সহ মন্ত্রীরা এই মুহূর্তে কারাগারে বন্দি। তবে এবারের পবিত্র ইদুল ফিতরে কারাগারে থাকা সমস্ত বন্ধি দের মধ্যে দূরত্ব বিলীন হয়ে গেছে।
আওয়ামী লীগ সহ অন্যান্য বন্দীদের জন্য ইদের দিন বিশেষ ব্যবস্থা করা হয়েছে
১) গরুর মাংস
২) মুরগির রোস্ট
৩)ডিম
৪) সফট ড্রিংস
৫) সালাড ও পান সুপারি
যারা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস ব্যবস্থা করা হয়েছে।