আন্তর্জাতিক

‘ভুলেও প্রত্যাঘাতের কথা ভাববেন না’, পাকিস্তানকে সতর্কবার্তা আমেরিকার

'Don't forget to think about retaliation', warns America to Pakistan

Truth Of Bengal: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পালটা হুমকির জেরে পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সোজাসুজি জানিয়ে দিলেন, “ভুলেও প্রত্যাঘাতের কথা ভাববেন না।” যুদ্ধের দিকে যাতে পরিস্থিতি না এগোয়, সেই কারণেই ফোনে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাকে সতর্ক করেন রুবিও।

হোয়াইট হাউসের এক সরকারি সূত্র জানায়, মার্কো রুবিও স্পষ্ট বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পুরো অধিকার ভারতের রয়েছে।

পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতে ভারতের তরফে নিয়ন্ত্রণ রেখার ওপারে ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। লস্কর-ই-তইবা-সহ একাধিক জঙ্গি সংগঠনের ঘাঁটি ধ্বংস করা হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তান স্বীকার করেছে, এই হামলায় তাদের ৮ জন মারা গিয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে, নিহত হয়েছে অন্তত ৯০ জন জঙ্গি এবং বহু আহত। এই ঘটনার পর পাকিস্তান পালটা হামলার হুমকি দেয়।

এই উত্তপ্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ করে আমেরিকা। মার্কো রুবিও ফোনে পাকিস্তানকে শান্ত থাকার অনুরোধ করেন এবং জানান, ভারতের হাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার আছে।

এক্স (সাবেক টুইটার)-এ রুবিও লেখেন, “হোয়াইট হাউস পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই আমাদের লক্ষ্য।”

এই ঘটনার পর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক্স-এ লেখেন, “এটা খুবই দুঃখজনক। আমি চাই ভারত ও পাকিস্তানের এই সংঘাত দ্রুত শেষ হোক। অনেকদিন ধরেই ওরা লড়ছে।” বর্তমানে উপমহাদেশে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। তবে যুদ্ধ এড়াতে সক্রিয় হচ্ছে আন্তর্জাতিক মহল।

Related Articles