আন্তর্জাতিক

সেনা থেকে রূপান্তরকামীদের ছেঁটে ফেলবেন ট্রাম্প? উদ্বেগ

donald trump to remove transgenders from us military

Truth Of Bengal: বর্তমানে মার্কিন সেনাতে রয়েছে প্রায় ১৫,০০০ রূপান্তরকামী। তবে, ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতায় ফেরা তাঁদের কাছে দুঃসংবাদ। বারাবরই ট্রান্স-বিরোধী ট্রাম্প। আর এবার খবর, মসনদে ফিরেই সেনা থেকে বাদ দিতে চলেছেন রূপান্তরকামীদের।

সানডে টাইমসের প্রকাশিত রিপোর্টে জানা যায়, সেনাবাহিনী থেকে রূপান্তরকামীদের ছেঁটে ফেলতে চলেছেন নতুন রাষ্ট্রপতি। ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়া হতে পারে মেডিক্যাল গ্রাউন্ডে। অনেকের অস্ত্রোপচার হয়েছে। এই কারণকে হাতিয়ার করে সেনা থেকে বাদ দেওয়া হতে পারে তাঁদের।

উল্লেখ্য, এর আগে ক্ষমতায় থাকাকালীন ট্রান্সজেন্ডারদের সেনায় যোগ দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প সরকার। তবে, যাঁরা কর্মরত, তাঁদের সরানোর কথা বলা হয়নি। এরপর রিপাবলিকান নেতার জারি করা নিষেধাজ্ঞা তুলে দিয়েছিল বাইডেন প্রশাসন। আবার ক্ষমতায় ফিরে সেনা থেকে রূপান্তরকামীদের বাদ দেওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান নেতাকে জোর টক্কর দিয়েও দৌড় থেকে ছিটকে যান কমলা হ্যারিস। আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন তিনি। সেদিনই সেনা থেকে রূপান্তরকামীদের বাদ দেওয়ার আদেশ জারি হতে পারে।

Related Articles